ভ্যালেন্টাইন


Author / কলম : Priyanka Ghosh
Illustrator / ওলংকারোন : Tom hans

Sunday, May 21, 2023

স্বপ্নগুলো সাজিয়ে নিয়ে,
রাখবো এবার ফ্রেমে;
মুহূর্তগুলো থমকে গেছে
তোমার আমার নামে।
আকাশ এবার গাইবে গান
তোমায় আমায় নিয়ে;
মেঘের দেশে আসবে বান
বৃষ্টির তরী বেয়ে।
পাহাড়চূড়োয় বাঁধবো ঘর
আসব না আর ফিরে!
তোমার ভাগের কষ্টগুলো
লিখবো কাগজ ভরে,
সেই কাগজের নৌকা করে
ভাসিয়ে দেব জলে।
দুঃখগুলো ভাসবে এবার
জলের স্রোতে স্রোতে
আর পাবে না ছুঁতে।
তোমার হাতে রাখবো হাত
হাঁটবো পাশে পাশে;
চলতি পথে ফিরবো আবার
টেলিপ‍্যাথির টানে।
রাখবো মাথা তোমার কাঁধে
গঙ্গার পাড়ে বসে,
তোমার কপালে ছুঁয়ে যাবে;
গভীর চুম্বন এক কাপ চায়ের শেষে!
তোমায় নিয়ে বাঁধবো গান
শব্দের মায়াজালে;
জনমে জনমে বাঁধবো ঘর
এই অভাগারই সনে।।
লিখবে কী নাম আমার....
তোমার ওই অন্তঃপুরে?

About Us

A new age publishing house that promises to inspire and support creativity in budding writers.