অন্যধারার পাবলিশিং হাউস - কথাটা হয়তো সবাই একইভাবে বলে, কিন্তু কাজে প্রমাণ করতে পারে কয়জন? আমরা পারি। আমরা সেইসব লেখক-লেখিকাদের সৃজনশীলতাকে প্রেরণা জোগাতে চাই, যাদের অনন্য প্রতিভা রোজকার দিনগুজরানের চাপানউতোরে ঢাকা পড়ে আছে, সময় বা সুযোগের অভাবে যাদের সৃষ্টি স্বপ্ন উড়ান পায় নি। অর্থ, সম্পর্ক, রোগভোগ ইত্যাদি ক্লান্ত প্রাত্যহিকতায় যেসব সুপ্ত প্রতিভারা খাবি খাচ্ছে প্রতিদিন - সোশ্যাল গ্রুপ আর পেজগুলো তাদের কাছে একটু মুক্তির আস্বাদ। কিন্তু এই প্রতিভাদের দৌড় কি শুধু একটা ফেসবুক পোস্টে নিজের কয়েকজন চেনাজানা মানুষের বাহবা কুড়নোতেই সীমাবদ্ধ থাকবে? পরবর্তী প্রজন্মের কত মহান সাহিত্যিক লুকিয়ে আছে আমার-আপনার চেনা মুখগুলোর আড়ালে তা কে বলতে পারে? আমরা জানি তারা পথ খুঁজছে আলোয় আসার। আর সেই লুকোনো, অনামী সৃষ্টিসত্ত্বাদের একটু পরিচিতি, একটু সুযোগ করে দেওয়াই প্রেরণা পাবলিসার্সের উদ্দেশ্য। হ্যাঁ, বাধা তো অনেক - পিছন থেকে টেনে ধরার হাতের অভাব নেই, সামনে থেকে বাড়িয়ে দেওয়া হাতের সংখ্যা একদম যৎসামান্য... তবু কিছু বন্ধুবান্ধব আর শুভানুধ্যায়ীদের মিলিত উৎসাহকে পাথেয় করে প্রেরণা পথচলা শুরু করেছিল দুরুদুরু বুকে। সেই ভীরু পথচলা আজ আপনাদের সোচ্চার সমর্থন আর উৎসাহী যোগদানে দৃঢ় পদক্ষেপে পরিণত হয়েছে। ফেসবুকীয় লেখালেখি অর্থাৎ 'প্রেরণার রোজনামচা', 'প্রেরণার রোববারের ক্রমশ', 'প্রেরণার বিশেষ' ইত্যাদি অধ্যায়গুলোর পর আমাদের উত্তরণ ঘটেছে ছাপার অক্ষরে - 'প্রেরণার প্রবাহ'। হয়তো বিরাট কিছু সামর্থ্য আমাদের নেই - তবু যাঁরা লিখতে ভালোবাসেন, তাঁদের চেনাগণ্ডির বাইরে ছড়িয়ে দেওয়া, এটাই মূল উদ্দেশ্য আমাদের। , প্রেরণা দাতব্যসংস্থা নয়, আর কোনও প্রতিভাকে, তা সে অখ্যাত-বিখ্যাত যেমনই হোক, দাক্ষিণ্য দেখানোর ধৃষ্টতা আমাদের নেই। তবে এটুকু বলতে পারি, স্পর্ধার সাথে - মানুষের স্বপ্ন নিয়ে বেসাতি আমরা করছি না, করবও না। আমরা যেমন দানখয়রাত করতে আসিনি, তেমন ভালো লেখা ছাড়া অন্য কোনোরূপ অনুদান গ্রহণও করছি না। এখানে কারুর প্রতি পক্ষপাত হয়না, আর্থিক বা সামাজিক প্রতিষ্ঠার মাপকাঠিতে লেখার গুণমান বিচার করিনা আমরা। এবার বলতেই পারেন, "ভালো লেখা" বলতে কি বোঝায়? পরিপ্রেক্ষিতটা কি? সুন্দরের বিচার যেমন দর্শকের চোখে, লেখার ভালোমন্দ বিচারও একমাত্র পাঠকই করতে পারেন। এমনকি আমরা গঠনমূলক সমালোচনার পক্ষপাতী কারণ সমালোচনা করতে গেলেও বইটা পড়তে হয় তাই সমালোচকরাও পাঠক বটে।। আমরা আমাদের রুচি অনুযায়ী বই পড়ি, প্রত্যেকটা মানুষের রুচি আলাদা, কেউ গল্প-উপন্যাস পড়তে পছন্দ করেন আবার কারুর পছন্দ প্রবন্ধ, রম্যরচনা ইত্যাদি। কেউ অবসর যাপনের উপাদান হিসাবে বই হাতে তুলে নেন আবার বই কারুর কাছে জ্ঞান আহরণের মাধ্যম। আবার ভালোমন্দের বিচার না করে কেবল গোগ্্রাসে বই পড়ে যান এমন বইপোকার সংখ্যাও তো কম নয়। সমস্ত পাঠকদের জন্য আমাদের প্রকাশনা সংস্থার পক্ষ্য থেকে রইল সাদর আমন্ত্রণ। অন্য একটা চিন্তাও আছে, - আমাদের মতো দেশে যেখানে বহু ধর্ম, বহু জাতি, বহু রাজনীতি, তার ওপর রয়েছে নারীবাদ, উগ্রবাদ, জাতীয়তাবাদ, বামপন্থা, দক্ষিণপন্থা - সেখানে শ্লীলতা, নৈতিকতা ইত্যাদির চোরাগোপ্তা আক্রমণ মাথাচাড়া দিতে বাধ্য। আমরা তাই আগেভাগেই উত্তর নিয়ে তৈরি – Oscar Wilde-কে উদ্ধৃত করে, "There is no such thing as a moral or an immoral book. Books are well written, or badly written." অর্থাৎ, আমাদের মতে, ভালো লেখা সেটাই যার লেখনী সুন্দর উপন্যাস, কাব্যসংগ্রহ, রম্যরচনা, ছোট গল্প, অণুগল্প, প্রবন্ধ - আপনারা নিয়ে আসুন আপনাদের সৃজনী, আমরা সহায়তার হাত বাড়িয়ে রেখেছি। এও কথা দিলাম, ভাষা অন্তরায় হবে না - ইংলিশ কিংবা বাংলা, নির্দ্বিধায় উড়ান দিন সেই ভাষায় যাতে আপনার সৃষ্টি সুখের উল্লাস। আমরা পাশে আছি।